✒️মায়া রানী মজুমদার
ভাষার মান বাঁচতেই
শহীদদের রক্ত ক্ষরণ,
আন্দোলনে রত শহীদ
ভাইদের অকাল মরণ।
ভারাক্রান্ত হৃদয়েই তাই
করছি মোরা স্মরণ,
সব মায়েদেরও আজও
অশ্রু ভরা সজল নয়ন।
নিস্বার্থ আত্ম ত্যাগের
বিনিময়ে 'মাতৃভাষা'র মান।
জীবন আত্মহুতি বাজি
রেখেই পেয়েছে সম্মান।
বুলেটের গুলিতে তরতাজা প্রাণ
কেড়ে নিলো অবশেষে,
এগারোটি প্রাণ প্রদীপ নিভে
হারিয়ে গেল নিমেষে।
বাংলা ভাষার তরে শহীদেরা
পেয়েছেন যত যাতনা,
ভুলবো না কোনদিন
মোরা ভুলবো না।
প্রথম মহিলা স্বর্গীয়া শহীদ
শ্রদ্ধেয়া কমলা দিদিভাই,
গুলিতে প্রাণ ত্যাগের আগে
একটু জল মিলে নাই।
মা জল আনার আগেই
হলো অকাল মরণ,
শ্রদ্ধায় নত জানু হয়ে
করছি শহীদদের স্মরণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন