✒️রিপন সিংহ
চলে গেছে সে, আমাকে হাজার বছরের সান্তনা দিয়ে,
এক দীর্ঘ ঘুমের মাঝে; বহুদিনের ঘুম -- অভাব ছিল আমার সেই সুযোগে।
কোনও এক দুঃস্বপ্নের মতো তাকে হারালাম
তারপর ভোরের মিছিলে সামিল হয়!
কোনও এক দিন -- কোনও এক রাত
স্বপ্ন দেখবো বলে ডেকেছিলে ছুটির দিনে
নির্লজ্জের মতো কত অভিনয় করেছি তখন, কেবল এক টুকরো হাসির জন্য;
আজ কোথাও সান্তনা নেই!
একুশের পথে এসে কবেই গিয়েছে মরে,
আজও দাহ হয়নি !
পৃথিবীর সমস্ত পোকা মাকড় তাদের শান্তির নীড় এই দেহ
প্রাণ নেই
রক্ত নেই
কোনও নতুন স্বপ্ন নেই
তবুও কোনও অভিযোগ নেই
আমার সুকন্যা আজ তাদের ভিড়ে,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন