✒️প্রিয়াঙ্কা
কয়েক বসন্ত পেরিয়ে,
হিমেল হাওয়া গায়ে জড়িয়ে,
গ্রীষ্মের নোনাজলে বিদায় নিল
ওরা কারা?
প্রস্থান কি এতো সহজ?
তার চেয়ে ঢের বেশি মায়াবী
ছিল বর্ষার ঘোলা জল,
গা ভেজা পাখিরা।
সবুজ ছাতার নীচে দাঁড়িয়ে,
নরম ঘাসের বুকে গা এলিয়ে,
গল্পের ছেঁড়া পাতা, রয়ে যায়
টুকরো কথারা।
এভাবেই কেটে যায় অনন্ত কাল।
ফের বুনে মিথ্যা এক মায়াজাল।
মেঘের গায়ে যাদের দীর্ঘশ্বাস,
ওরা কারা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন