কাঁদছে পৃথিবী

  ✍️দ্বীপ বনিক। 
রাস্তা গুলো আজ জন মানব হীন,
নেই যে পদচিহ্ন। 
করোনা আতঙ্কে কাঁদছে পৃথিবী, 
মানব জাতি আজ ঘরে তে বন্ধ।
স্কুল কলেজ গুলো ও বন্ধ আজ,
গাড়ি ও চলে না রাস্তায়। 
নির্জনতা যেন বিরাজ করছে, 
একাকিত্ব আজ মানুষের সহায়।
দেশ থেকে বিদেশের পথে,
চোখের জ্বল শুধু আজ মানুষের সহায়।
মৃত মানুষ গুলো যেন আজ বার্তা দিচ্ছে,
মানব জাতির ভবিষ্যৎ হবে আরও কঠিনতায়।
পাখি গুলো আজ ভাবতে বসেছে,
মানুষ গুলো কোথায় গেল। 
এমন নির্জনতা তো আগে দেখিনি, 
পৃথিবীর বা কী হয়ে গেলো। 
মানুষ আজ শুধু বলছে,
কবে আসবে নতুন ভোর, 
কবে পাবো আমাদের পৃথিবী,
থাকবে না কারো চোখের জ্বল।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ