বিচার

  ✍️রাজদীপ ঘোষ
লক্ষ্মী তুই এলি মা-রে,
গৃহস্থের ঘরে ঘরে।
সুখ-সমৃদ্ধি তে ভরিয়ে দে মা,
প্রতিটি গৃহস্তের ঘরের কোণে কোনে। 

জানিস মা-রে গৃহস্থ যে আজ,
আতঙ্কে মরে।
প্রতিটি ঘরের লক্ষী যে আজ,
নিরাপত্তাহীনতায় ভোগে।

দেহের লোভে কত অসুর, 
বোন রুপী লক্ষীকে করে ধর্ষন।
শরীরের জ্বালা মিঠানোর পর,
মেরেই ফেলে সেই লক্ষীকে। 

জানিস মা-রে জানিস তুই, 
জীবিত লক্ষীকে তারা জ্যান্ত পুড়িয়ে হত্যা করে। 
ঐ ধর্ষনকারী  শয়তানগুলো, 
দিনের আলোতে মানবদরদী রুপে  সাঁজে।

মিনতি করে চাইছি রে লক্ষী---
শক্তি দিয়ে যা তুই নারী জাতিকে। 
ঐ ধর্ষনকারী শয়তানগুলো কে যেন---
শাস্তি দিতে পারে নিজের হাতে। 

শেষ হবে না বললে-রে বোন,
আরো আছে বিচার। 
এ-বেলায় আর বলব না কিছু,
বলব না হয় কাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ