✍️রাজেশ পাল।।
" শিল্পে আজ মাধুর্য এসেছে
আপন আজ পর হয়েছে,
ভাঙল সে বাঁধন,হইল সে স্বাধীন
রইলাম আমিই শুধু পরাধীন।"
শেষ আলোটাও আজ নিভে গেছে
শেষ নক্ষত্রটাও আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে,
চঞ্চল নভোমন্ডল আজ স্থির।
আজ আর কবি আসেনা আমার ঘরে,
বুকে টেনে নেয়না আমায় আপন করে।
কবি আজ নতুন প্রান পেয়েছে
পুরোনো কে ছেড়ে,
সে আজ নতুন কে বরণ করেছে,
পুরোনো স্মৃতি ভুলে।
চরিত্রবান স্বামী আমার বলশালী সে,
নট আর নটীর সাথে রাতকাটায় সে,
কলঙ্কিনী স্বামী পেল এই নিচু জাতের মেয়ে
রায় পরিবারে সবাই বলে,তুই একটা "কাজের মেয়ে"।
ঘর পেলাম আমি ,সংসার পেলাম না
বর পেলাম আমি, সুখ পেলাম না।
আমার অন্ধকার ঘরের বন্ধ দ্বার
খুলেছিল কবি প্রেম বাণে তার।
সব ছেড়েছিল কবি আমায় পাবে বলে
কিন্তু কবি আজ আমায় ছাড়ল "কবিতার" হবে বলে।
আমার কাঙ্ক্ষিত স্বামী ,আজ হল পর
কবিতার মায়াজালে "ও" বাঁধল ঘর।
আশাহীন এই জীবনে মৃত্যু আমি চাই,
কবির বিরহে মরতে আমি চাই।
এই যাত্রায় দাও বিদায়, আসি আমি ঘুরে,
পরজন্মে ফিরব আমি শুধু তোমার হয়ে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন