✍️ শ্রী রঞ্জিৎ বিশ্বাস
আমি মানুষরূপী ভগবান দেখেছি।
আমি ভগবানরূপী শয়তান দেখেছি।
আমি মানুষরূপী পশু দেখেছি।
আমি পশুরূপী মানুষ দেখেছি।
আমি বাঘকে বাঘের মাংস না খেতে দেখেছি।
আমি মানুষকে মানুষের মাংস খেতে দেখেছি।
আমি ভয়ঙ্কর বুদ্ধিমান মানুষের কর্মযজ্ঞ দেখেছি।
আমি মানবরূপী দানবের রাজত্ব দেখেছি।
আমি মাথার স্বর্ণ মুকুট পায়ে আর পায়ের জুতো মাথায় স্থান পেতে দেখেছি।
আমি নাম-যশ-অর্থের কাঙ্গাল দেখেছি।
আমি গদী রাজনীতির নগ্ন রূপ দেখেছি।
আমি ধর্মের নামে মানুষকে বিভেদ করতে দেখছি।
আমি ধর্মের নামে নিরীহ পশু-পাখীর করুণ আর্ত চিৎকার ও তাজা রক্তের স্রোত বইতে দেখেছি।
আমি স্বধর্ম রক্ষার নামে মানুষকে মানুষের রক্তে স্নান করতে দেখছি।
আমি সংস্কারের নামে কুসংস্কারে আচ্ছন্ন অন্ধ মানুষ দেখেছি।
আমি পশুকে প্রভুভক্ত হতে দেখেছি।
আমি মানুষকে নির্মম-পাষন্ড-বেইমান হতে দেখেছি।
আমি মানুষের শিশুকে পশুরা নিরাপত্তা দিতে দেখেছি।
আমি লালসা মেটাতে মানব শিশুর শরীর ছিঁড়ে খেতে মানুষকেই দেখেছি।
আমি শ্বেত শুভ্র বস্ত্রের নেতার নৈতিক মেরুদন্ড দেখেছি।
আমি কোটি কোটি টাকার কেলেঙ্কারি আর দলের মা-বোনদের ইজ্জত নষ্ট করা মাতব্বর নেতার মাতব্বরি দেখেছি।
আমি ভাষণবাজ নেতাকে দাঙ্গা হাঙ্গামার উস্কানি দিতে দেখেছি।
আমি সাধারণ মানুষকে দলাদলি করে মরতে আর উস্কানির নেতাকে এসি রুমে নিরাপদ থাকতে দেখেছি।
আমি দেশের প্রকৃত রক্ষক সেনাদের জীবন মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করতে দেখেছি।
আমি নেতা-মন্ত্রী ও তার দলকে পুঁজিবাদীদের খেলনার পুতুল হয়ে নাচতে দেখেছি।
আমি পুঁজিবাদের দানবীয় শোষণ দেখেছি
আমি মরণ নেশায় ও অসংস্কৃতির বিষ সাগরে যুব সমাজকে ডুবে মরতে দেখেছি।
আমি জন্মগত ও পরিবেশগত সংস্কারে প্রাপ্ত প্রতিভাকে সংকীর্ণ চিন্তায় নষ্ট হতে দেখেছি।
আমি প্রতিভাবান ফ্রেন্ডকে একটা গার্লফ্রেন্ড-বয়ফেন্ডের চিন্তায় জীবনকে শেষ করতে দেখেছি।
আমি জন্মদাত্রী মা ও পালনকর্তা বাবাকে অসহায় ভাবে সন্তানহীন অবস্থায় তিলে তিলে মরতে দেখেছি।
আমি পৃথিবীর ৭০ শতাংশ সম্পদ মাত্র ১০ শতাংশের কাছে কুক্ষিগত হতে দেখেছি।
আমি ৭০ শতাংশ মানুষকে শুধু বেঁচে থাকার লড়াইয়ে অহরহ মরতে দেখেছি।
আমি সোনার চামচে খাওয়া মানুষদের প্রচুর খাবার ফেলে দিতে দেখেছি।
আমি একমুঠো ভাতের জন্যে কোটি কোটি মানুষকে নিত্যদিন মরতে দেখেছি।
আমি সকল দানবের রাজত্ব ধ্বংসের জন্যে একদল নব বিপ্লবীদের রণসজ্জা দেখেছি।
আমি সেই নব বিপ্লবীদের দলেরই একজন সেটাও আমার হৃদয়ে দেখেছি।
0 মন্তব্যসমূহ