শ্যামলা মেয়ে

 
   ✍️সংগীতা শীল

ও সবুজ শ্যামলা মেয়ে
ওপারে যাবো
ডিঙা বেয়ে
সাথি হবি?
ভাটিয়ালী গান করবো
ভালোবাসার কবিতা শোনাবো
ও মেয়ে শুনবি?

জানিস আমার কোনো
খেলার বন্ধু নেই
নেই কোনো আপনজন
না; ছিলো....
তারা এখন অনেক দূরে
বড্ড কষ্ট হয় রাগ-অভিমানও
তাইতো মাঝি হবো
তুই আমার সাথি হবি?

ও লাজুক মেয়ে
কি সুন্দর রূপ তোর
কাঁদামাখা বুক
স্বচ্ছ জলরাশি ভরা দুচোখ
নীরবে কথা কয়।
হ্যাঁ রে; তুইও কি আমার মত
অধীর আগ্রহে কারো অপেক্ষায় আছিস?
অস্থির মনে বুক চাপড়ে কাঁদিস?
তুইও বাথার ক্ষতগুলিকে লুকিয়ে
উচ্ছলসৌন্দর্যে শান্ত স্নিগ্ধরূপ ধারন করিস?

তুই তো আপন বেগে বয়ে চলিস।
অশ্রুগুলি বেয়ে যেতে
আমার শুনকো চোখে পথ এঁকে দিবি?
ও মেয়ে
   আমায় একটু ছুঁবি!
হাহাকার হৃদয়টাকে শান্ত করতে আলিঙ্গে বাঁধবি?
ও মেয়ে আমার জীবন সঙ্গী হবি?

*********

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন