একটি বাঁশের নৌকা

✍️পরিতোষ সরকার
সেদিন আমার হাতে ছিল তোমার হাত।
আর সামনে চৌকোণাকৃতির বিশাল
পুকুরের মাঝখানে একটি চিলতে বাঁশের নৌকায়
সুমেরু-কুমেরুর ন্যায় দুই প্রান্তে
দুটি সাদা বলাকা। 
শহরের অসংখ্য গাড়ির হর্ণ আর মানুষের
চিৎকারেও কোনো ভয় নেই।
আছে শুধুই অভিমান।
মাথার উপরে দুলে যায় ল্যাজওয়ালা
ঘুড়ির কেঁটে পড়া সুতো।
বিনা মেঘের বৃষ্টি যেমন মাটির তাপ
শোষে নিতে পারে না;
তেমনি পারে না, কোনো বিচ্ছেদের ঢেউ
প্রেমের একটি বাঁশের তরী তলিয়ে দিতে।

আর পারে না কেউ খোলা আকাশে উড়ে যেতে,
নৌকার এক বিন্দুতে পিছুটান রেখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ