✍️সঞ্চয়িতা শর্মা
বন্দী খাঁচায় বিহঙ্গিনী
মেলল যবে আঁখি
নীল আকাশে উড়ছে যেথা
অন্য সকল পাখি,
মুখ বাড়িয়ে ঠোঁট উচিয়ে
দেখল বিষম ফাঁকি,
উড়ছে সকল উড়ার সাথী
সেই যে কেবল বাকি!
ভাবছিলো সে খাঁচায় বসে
সেই সে দিনের কথা,
ইচ্ছে মতন দেখতো স্বপন
উড়তো যথা তথা,
সবার সাথে উড়তো যখন
গাইতো সে কী গান
কলকলানি তারস্বরে
বাজতো সবার কান ,
ঐ আকাশের রঙিন আভায়
সবটা এখন স্মৃতির পাতায়
উড়তে নারে ডানার ভারে
অশ্রু ঝরে বন্ধ খাঁচায়।
গানগুলো সব গুলিয়ে গেছে
হারিয়ে গেছে সুর
আকাশ ছোঁয়া স্বপ্ন এখন
রয়েছে অনেক দূর।।
0 মন্তব্যসমূহ