নবান্ন

✍️দীপা সরকার 
হেমন্ত তো চলে এসেছে, অনেকেই এই ঋতুকে নবান্নের মাস বলে 
এখন আমার কোনো কাজ নেই 
নেই একটুকরো জমি 
কিভাবে নবান্ন করি আমি ? 

গোধূলির সন্নিকটে গোমতির তীরে দাড়িয়ে 
দিবাসনের অন্তিম রূপ , 
মিলিয়ে যাচ্ছে পশ্চিমের আভা 
প্রশ্ন মনে -

ক্ষুধা গুলোকে জলে ডুবিয়ে ঘুমিয়ে পড়ে যারা
ভাতের মূল্য  বুঝে কী  তারা ?
জীবন মানে কী জানে ?
সাধারণ মানুষের সাধারণ  খাদ্য  নেই
সে কতো দিন  ,  

তারাও তো মানুষ ছিলো 
যারা  কাজ করত  ঘর থেকে   কয়েকশো কিলোমিটার দূরে 
বিভিন্ন  কলকারখানায়  ,
ভিন রাজ্যে,  
ওরা পেটের দায়ে ঘর ছেড়েছিল
ঘরের দায়ে জীবন !

ওরা জীবন বলতে শুধু বুঝত  দুবেলা দুমুঠো ভাত

তাদের কি বলবে তুমি , 
যারা ভাতের জন্য এক শহর থেকে আরেক শহর ঘুরে 
প্রাণ দিয়েছিল মাঝ রাস্তার উপরে ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ