গোমতীর তীরে

 
✍️পৌষালী ভৌমিক
ঐ যে গোমতীর তীর,
  তটিনীর ধারে এক মায়ার নীড়,
  কুমারী কলসি কাঁখে ছড়ায় কুন্তলের ভিড়।
ঐ যে গোমতীর তীর,
  কল্লোলিনী উর্বর করে যেথার তটভূমি,
  ফসলে ভরায়ে ভূতল কর্ষকে দেয় শান্তি।
ঐ যে গোমতীর তীর,
  জোয়ার ভাটায় দোলে হেথায় ধীবরের প্রাণ,
  ধীবরীর সুপ্রভ কোমরবন্ধ যেন তারই প্রমাণ।
ঐ যে গোমতীর তীর,
  বিহগ-বিহগীর মধুরতা ওথায় প্রবহমান,
  অনুরাগে আবেগে ধুয়ে যায় শত অভিমান।
ঐ যে গোমতীর তীর,
  বনানী ঘেরা কুসুমের রঙে রাঙা বিকেল,
  রক্তিমা ছড়ায় কাহিনী আর গল্পকথা অঢেল।
কৃষ্ণবেনীর সুখ-দুঃখের অঙ্গ এ গোমতী,
মায়ার সাগর সে যে অপত্যের জননী,
পবিত্র,পুণ্যময় আর প্রশান্তির নীর,
         ঐ যে গোমতীর তীর...

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ