সম্পাদকীয়.......✍️
গোমতী নদী ত্রিপুরার দীর্ঘতম একটি সুন্দর প্রবাহমান নদী। এটি বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের কুমিল্লা জেলার সাথে সংযুক্ত হয়েছে। নদীটির দৈর্ঘ্য ৯৫ কিলোমিটার, গড় প্রস্থ ৬৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। এর প্রধান উৎস হলো ত্রিপুরার ডুম্বুর জলাশয়।
যাইহোক, "গোমতীর তীরে" সংখ্যার মাধ্যমে কবি-লেখকদের অন্তরে প্রকৃতির প্রতি আকর্ষণ সৃষ্টি করা, প্রকৃতি প্রেম জাগরণ করা। আর এই প্রকৃতি প্রেম তৈরি করতে পারে মহান কবি-লেখক। আশা রাখছি সংখ্যাটি সবার মন জয় করবে।
শুভকামনা এবং ধন্যবাদান্তে
গৌরাঙ্গ সরকার
সম্পাদক, নবোন্মেষ
0 মন্তব্যসমূহ