অব‍্যক্ত কথা

 ✍️গোপাল দে
কিছু কথা এখনো বলা হয় নি,
মনের গহীনে লুকিয়ে রেখেছি
একবুক প্রত‍্যাশা নিয়ে,
অপেক্ষা শুধু সময়ের।

অব‍্যক্ত কথাগুলো ক্রমশঃ জড়ো হচ্ছে,
শক্তিসঞ্চার করে ক্রমশঃ ধাবিত হচ্ছে কন্ঠপানে।
সময় এলে ওদের আর 
বেঁধে রাখা যাবে না
কোন রুদ্ধ কারাগারে বা কঠিন শৃঙ্খলে।

আগ্নেয়গিরির লাভার মতো ওরা একদিন
চারিদিকে ছড়িয়ে পড়বে।
হাজারো রক্তচক্ষু উপেক্ষা করে,
অন‍্যায় আর শোষণকে পদদলিত করে
ওরা জয়ের গান গাইবেই।

ভাবনার আকাশে ক্রমশঃ ঘনকালো হচ্ছে
অতৃপ্ত মেঘেরা,সহসাই নামবে অ্যাসিড বৃষ্টি।
গাছে গাছে তুমুল ঘর্ষণ
প্রস্তুতি নিচ্ছে আরো এক দাবানলের।

আজকের এই দুর্বল অগ্নিশিখা
হয়তো ছাঁই করে দেবে
তোমার দর্পের সাম্রাজ‍্য,
সাবধান হও,নইলে---
পতন তোমার অনিবার্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন