নদীর গান

 ✍️ মনচলি চক্রবর্তী 
 নিঝুম দুপুর 
 স্বপ্ন মধুর 
 গগনতলে 
 নদীর জলে
নৌকা চলে
বাতাস পালে
ঢেউ এর দোলে
হাওয়া খেলে
নৃত্যের তালে
অঙ্গ দোলে
ছন্দের তালে
হৃদয় ভোলে
মন পাহাড়ে
বরফ গলে
যাচ্ছি কোথায় 
কোন গভীরে 
জীবন থেকে 
বহু দূরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন