আলো-ছায়া

   ✍️পুনম বোস 

আচমকা ঐ মেঘের খিলানে শতাব্দীর ঝোড়ো প্রেম 
উপসী অঞ্জলিতে ভেসে বেড়ানো সপ্তমীর দূর্গা কন্যা
অনারম্বর লাল জরি শাড়ি,কাজল চোখে হন্য হয়ে ঘুরে বেড়ানো চেনা শহরের অলিগলি ----------
এক অদৃশ্য আরবীয় সুগন্ধ নিয়ে আসে আরবার
ঐ মৃন্ময়ী আলোক সজ্জা ঠাসা ভীড়ে হঠাৎ প্রেম আমার.............
অপরাহ্নের পুর্বাস্ত সোনা রোদে বিস্ময় শতাব্দীর ছোঁয়া 
ভেসে আসা যান্ত্রিক হুইসেলে ঐশ্বর্য পারাপার
একলা দর্পনে সেই মুখ খোঁজে বিগত ভালো থাকা 
উপসী শারদ আকাশে ছেঁড়া মেঘের আস্তরন...
অনন্ত অস্তরাগ মরিয়া হয়ে দেখে গোধূলির অষ্টগন্ধা!
 সাবেকি প্রতিমার সাথে হেঁটে যায় বিস্তীর্ণ উলুখাগড়া 
কোনো প্রাচীন গর্ভ গুহায় বটের ঝুরির অদৃশ্য আলোছায়া ---------

আচমকা ঐ মেঘের খিলানে শতাব্দীর প্রেম 
উপসী অঞ্জলিতে ভেসে বেড়ানো সপ্তমীর দূর্গা কন্যা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ