✍️ সৌরভ শীল।
জীবন এক উপন্যাস হাজারো প্রশ্নের মুখোমুখি
এ জীবনে এক লাইব্রেরী ঘরে বন্দি থাকা কাল্পনিক চরিত্র নয়
এক বাস্তব হাজারো চরিত্রে চিত্র আঁকা
সে কোন রঙিন মলাটের বই নয়,
সে এক বাস্তবের চরিত্রের রূপরেখা।
সে কোন কাব্যের সরল ভাষা নয়
সে কোন গল্পের ছেঁড়া পাতা নয়
সে এক জীবন্ত উপন্যাস
ইতিহাসের পান্ডুলিপি ভস্মীভূত
পাথরে লিখনী আজ হাজারো ক্ষত ক্ষত।
জীবন দলিলে কতখানি
জীবনটাকে কত কি শিখলাম কতটুকুই বা জানি।
জীবন কোন ছন্দে মিলন নয়
হাজারো প্রতিবন্ধকতার মাঝে জীবনের জয়
জীবন যুদ্ধে হেরেছ কত?
লড়াই তবু থামিও না শিক্ষা নাও
বাস্তবতা শিখতে শেখো
রোমাঞ্চে ভরপুর কোন প্রবন্ধ নয়।
সে এক কঠিন উপন্যাস।
0 মন্তব্যসমূহ