জীবন তরী

✍️পিংকি দাস। 
নদীর রাশি রাশি জল তরঙ্গ হাত ছানি দেয় 
একাকিত্বের প্রহর শেষে এ যেন নতুনের উন্মাদনা।
চিত্তের অস্থিরতায় জেগে ওঠে সুপ্ত বাসনা 
সহস্র তরঙ্গ মিলে যায় দূর থেকে দূরন্তে।
পাহাড়ের বুক চিরে নদী চলেছে আপন পথে
মন পাখি ডানা মেলে উড়ে যায় তার সাথে।
গ্রীষ্মের খরতাপে টান পড়ে তার স্রোতে
 বর্ষার জলোচ্ছ্বাসে দুই কূলই ভাসে।
 চাঁদের আলোয় নদীর বুকে নানান আলপনা
চোখের পলকে হাজার হাজার কল্পনা।
জীবন তরী এভাবেই ভেসে চলে
কখনো সুখে কখনো দুঃখে জীবন মোহনায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ