আলোর অপেক্ষায়

 
🖋ইমরান খান রাজ 

আজ আকাশে চাঁদ নেই, 
নেই কোন আলো। 
তারাগুলো যেনো অভিমান করেছে, 
আকাশের সাথে ! 
তাইতো আকাশটা আজ স্তব্ধ, 
শান্ত হয়ে চুপটি মেরে বসে আছে সে ! 
মনে মনে একজনের অপেক্ষা করছে, 
গভীর বিশ্বাসে আলোর দিকে চেয়ে আছে সে। 
হয়তো আলো খুব শীঘ্রই আসবে, 
তার বুকের ভেতরটা আলোকিত করতে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন