বৈশাখী রবির কাব্য

🖋পৌষালী ভৌমিক

রবি তোমার উদয় পূব গগনে,
প্রথমা ঋতুর উষ্ণ নবীনের কোলে।
নববর্ষের হালখাতার হর্ষ তখনও উড়ন্ত,
বৈশাখের পঁচিশ অঙ্কটি রেখে গেলে জীবন্ত।
রবি তোমার কলমে বৈশাখ আজ রবিমাস,
তুমি মানেই তো নতুন, ঠিক যেন মধুমাস।
বিধাতা তোমায় কলম দিলেন,সৃষ্টির বরদান,
বিধাতার ন্যায় রাখলে তাই অদ্বিতীয় সৃষ্টির মান।
রবি তোমার সৃষ্টি সজীব,অক্ষরে প্রাণ আঁকা,
দুঃখে হাসে নয়নবারি,সুখের কবিতায় আবেগ ঢাকা।
তোমার কাহিনীতে উপন্যাস রচায় হৃদয় বারম্বার,
ওহে, কোন অমৃত রেখে গেলে কাব্যতে তোমার!
রবি তুমি ভুবন খ্যাত,কবির কাব্যের গুরু কবিগুরু,
তোমার কাব্যের ঔজ্জ্বল্যে সাহিত্যের নবশিখার শুরু।
রবি তুমি এখন অমরত্বের কল্পনারাজ্যে বিরাজমান,
মোর হৃদয়ের প্রাঙ্গণে আলেখ্য তোমার নাম,
হে বিশ্বকবি,মধ্যগগনের অমর রবি,লহ মোর প্রণাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন