🖋অপাংশু দেবনাথ
প্রতিটা দিন এক একটা উড়ান হয়ে আসে মানুষের কাছে
প্রতিটা উড়ানেই হারিয়ে যেতে থাকে এক একটা স্বরলিপি
মানুষ তো হারাবার কোন বস্তু নয়, এই যে উড়ানের কথা বললাম,
একদিন সকলকেই এভাবে একেকটা উড়ান শেষে,শেষ উড়ানের দিকে যেতে হয়
স্মৃতি আলমারি জুড়ে জমে থাকে কিছু পুরনো জামা,বই,
শীত বিকেলের নীল সোয়েটার।
অসমাপ্ত ডায়েরি, যাতে লিখে ফেলবার কথা ছিল মহাকাব্য,
উড়ান পাখির পালকেরা লিখে দিয়ে যায় হাজারও উপন্যাস ।
তোমাকে বলার ছিল এত দুঃখ নিয়েও মানুষ প্রতিদিন উড়ান ভরে
মনোডানায় তুলে রাখে অন্তিম উড়ানের নিষাদরাত্রিকথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন