🖋 নিধির রায়
ধূসর মাটির কাছে যে শপথ রেখেছো তুমি
ধান ফলানোর কথা,বীজধানের কথা
পাকা গোধূম ফলানোর শপথ,
সেসব কথা ভুলে গেলে তুমিও
একদিন ভেসে যাবে বেনোজলে।
পাখিদের রংঙিন পাখার স্বপ্ন তুমি
কচি শাবকের চোখে দিয়ে যাবে বলে
শপথ করেছিলে,
এতোদিন তুলেছো ফুল,কুরিয়েছো খড়কুটো কত!
বাসা বানিয়েছো নদীর ধারে
ভাঙা পাড়ে ভাঙন,
তবুও
দখিনা বাতাসে উড়িয়েছো পাল
বেয়ে যাবে উত্তাল নদী,
তোমার স্বপ্নীল চোখ
ধ্রুব তারার দিকে হেঁটে যায়
শপথের কথা ভুলিও না তুমি,
ভুলিলেও সন্তানের কানে কানে বলে যেও
তোমার মন্ত্রগুপ্তি
বৈঠাটা দিয়ে যেয়ো তার হাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন