জ্বালা

🖋 চন্দ্রিমা বণিক 

এইতো সেদিন, কর্তা আমার আনল শিঙি জ্যান্ত,
ঘরে এসেই হাঁকাহাঁকি খুশির যে নেই অন্ত! 
"গিন্নি দেখো তাজা শিঙি নাচছিল গামলাতে, 
দেখে গিন্নি লোভ যে আমার পারিনা সামলাতে!
কষ্ট হলেও প্রিয় আমার রেঁধোগো রাগটি ভুলে, 
হারানো স্বাদ ফিরে পাবো যদি খাই ঝালে ঝোলে।"
ছেড়েদে মা কেঁদে বাঁচি... পুরোনো সেই  আপদে, 
উড়ে এসে বসল জুড়ে সারাদিনটাই আদতে!
মনে পড়ল গত বছর ঠিক এমনি দিনে,
কর্তা আমার এনেছিল একই জিনিস চিনে,
দেখে আমার মাথাটা কেমন গোল গোল ঘুরছিল, 
পরে জানলাম রক্তের চাপটা হঠাৎই বেড়েছিল। 
শিঙি লাফাতে পালাই আমি সকাল গড়িয়ে দুপুর, 
শেষ অবধি শেফালীর মা কষ্টটা করল দূর। 
ভদ্রতার খাতিরে অর্ধেক  মাছ দিলাম শেফালীর মাকে,
আজ আর তাই ডাকছিনা বাপু যতনা পড়ি বিপাকে। 
লাঠি বটি নুনের বাটি সব নিয়ে তাই বসেছি, 
যেভাবেই হোক এই জ্বালা আজ আমিই  শেষ করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন