আমার সৌভাগ্য

🖋 ঈশানী ভট্টাচার্য

ভাগ্যিস "ব্যথা" বলে একটি শব্দ,
সৃষ্টি হয়েছিল!
তাই তো আমার জীবনটা
এতো মধুর হয়ে উঠেছে,
শুধু "ব্যথার"স্পর্শে।
সে "ব্যথা" কখনো মনের,
কখনো শরীরের,
কখনো হৃদয়ের অন্তরালের
কোন এক গোপন জায়গায়।
ব্যথার স্পর্শে জীবন আমার ধন্য।
সে আমাকে জীবনের 
কঠিনতম বাস্তব জ্ঞান দিয়েছে।
আপনজনের কাছ থেকে যে
সবচেয়ে বেশি "ব্যথা" ডাক আশে,
সেটাই আশ্চর্য,অথচ সেটাই সত্য।
বলছি শোন তুমিই আমার 
জীবনের প্রেম,প্রিয়তম,ও
কাছের কেউ হয়ে থেকো।
তুমি আছো বলেই না
আমার চোখের জলগুলোও
মরে গিয়েও বেঁচে আছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন