স্বার্থের লড়াই

 🖋জগন্নাথ বনিক 

কঠিন সময়ের মুখোমুখি আজও,
বসে ভাবছি মনে মনে।
আপন কাউকেই খুঁজে পেলাম না,
এই সমাজের মোদের বিপদের দিনে।।

সু-সময়ে সবাই আপন,
সবাই থাকে পাশে পাশে।
দুঃসময়ে আপন গুলো,
পর হয় সবার আগে।

ভাবতে বড়ই অবাক লাগে,
মোদের সমাজটাকে দেখে।
স্বার্থ নিয়ে বাড়াবাড়ি,
মানুষে মানুষে বিবাদ করে।।

সমাজ বলো আর পরিবার বলো,
সবার লড়াই স্বার্থের জন্য।
স্বার্থ নিয়েই আবার সমালোচনা,
বিশেষ কারোর জন্য।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন