পাষাণ

🖋কৃষ্ণ ধন শীল 

পাষাণ,নামেই সে পাষাণ-
যার লোনাশ্রু ঝরে ঝর্ণা হাসে, 
ঝলমলে উপল দল ভাসে, 
ধ্বনিতে শকুন্ত দল গায় গান।

হ্যাঁ, সে তো সত্যিই পাষাণ-
ধরনী যার শোভে কাঁধে,
বারি ধারা যে পলকে বাঁধে,
শাখিতে পতত্রী দল ধরে তান। 

ভাগ্য দোষে চূর্ণ-বিচূর্ণ সে,
তবু গড়ে তুলে বালি-মাটি,
ফাঁপা নয় যেন সোনা খাঁটি,
নিষ্প্রাণ উদাহরণ হয় নিমেষে। 

মূর্তি গড়ে তুলে কষ্টি পাথরে,
দেব-দেবী কিংবা স্মৃতির,
ঘর-বাড়ি অট্টালিকা সমৃদ্ধির,
বিলিয়ে নিজেকে অকাতরে।

পরিবর্তিত হয়ে আবহবিকারে, 
করে সর্ব কল্যাণ, 
যদিও নিথর নিষ্প্রাণ, 
অবনীর তিন তল গড়ে। 

তাই তো সে পাষাণ, 
তাকে আঘাত করে মুনাফা লুটে, 
সর্ব শ্রমিক-মালিক জুটে, 
অসহ্য যে তার বড়ো বেমানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন