🖋 সুশীল দাস
মাঝে মাঝেই রাতদুপুরে
ঘড়িতে যখন বারোটা
কারণে অকারণেই
ঘুমের সেইদিন বারোটা।
প্রকৃতি জাত শুক্রাণু-ডিম্বানুর
ভিড়াভিড়িতে যখন শরীরে
উন্মাদনার সৃষ্টি হয়
তখন তুমি কি করো?
চোখ বুঝলেই ঘুম নয়
স্বপ্ন যখন তারা করে তখন...
প্রিয় জনের স্মৃতি তরঙ্গ
মনের সৈকতে যখন
জোয়ার ভাটা সঞ্চার করে
তখন কি করো তুমি?
অসুস্থতায় কিংবা দুঃশ্চিন্তায়
যখন রাত কাটে না
তখন তুমি কি করো?
শারীরিক পরিবর্তন-এ
কাউকে কিছু কি বলো লাজে?
মনে যখন আগুন লাগে
জল কি লাগে তব কাজে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন