আলো নাকি আলেয়া

🖋গোপাল দে

সুদীর্ঘ বৎসর যাবৎ হেঁটে চলেছি 
মায়াবী এক আলোর পেছনে,
আকৃষ্ট করে তুলেছিল আমায়
কোনো এক কুহকীনি যাদুতে।
ছুটতে ছুটতে হঠাৎ দেখি
এ আলো নয়,আলেয়া মাত্র।
জীবন সায়াহ্নে এসে আজ বোধোদয় হল,
বুঝলাম মিথ‍্যে ছিল সাজানো যত প্রতিশ্রুতি।

এ এক মস্ত বড় ভ্রম!
মিছে মায়ার পেছনে ঘুরে ঘুরে
পা দুটো আজ অবসন্ন,ক্লান্ত।
তৃপ্তির নিঃশ্বাস  হারিয়ে গেছে অনেক আগে।
বাঁচার জন‍্য হয়তো বাঁচতে হবে
নয়তো কবেই.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন