ছায়া

🖋মিঠুন দেবনাথ


পৃথিবীর শ্রেষ্ঠ ছায়া হল মায়ের কোল।
যেটা সূর্যের কঠিন তাপ থেকে রক্ষা করে,
সমাজে নানা বিপদে রক্ষা করে।
যে ছায়াতে গেলে মনের শান্তি বাড়ে,
অতৃপ্ত মনের তৃপ্তি হয়,
অশান্ত মন শান্ত হয়,মাতৃ ছায়ায় এলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন