বসন্তের সুখ

🖋সুস্মিতা দেবনাথ

মন নাচে আজ আনন্দে বেশ,
 চারিদিকে বসন্তের আমেজ।
 শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া খেলছে আপন ডালে।
এ যেন এক পরম তৃপ্তি মন মাঝারে।।
কোকিল গাইছে আপন সুখে ,
আহা,,, কী মধুর সুরে।।
ঝড়াপাতা ভাসছে কেমন দক্ষিনা হাওয়াতে।
মনে হচ্ছে অনেক দিনের তপস্যা হয়তে আজ তারা মুক্তি পেয়েছে।।
দক্ষিনা হাওয়ার শুরশুরে আওয়াজ,
 নতুন করে বলে দেয় যেন বসন্ত এসে গেছে।।
দোল পূর্ণিমার দোল উৎসবে,
 সকলেই আপন মনে আবিরের রঙ্গে সেজে উঠেছে।
মনে হয় হিংসা-বিদ্বেষ দেশ ছেড়েছে।।
বাউলের গানে মন মেতেছে,
বসন্ত এসে গেছে।।
আয়রে সবাই বাইরে আয়,
মনের যত কালিমা মুছে দিয়ে আয়।
বসন্তের আমেজ গায়ে মেখে আয় স্বপ্ন পুড়ে যায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন