ফিরে এসো অনির্বাণ

🖋মায়া রানী মজুমদার 

সদ্য স্নাতক ছাত্রটি রেখে গেছে নানা অবদান,
প্রদীপ্ত অগ্নিশিখাসম ছিল মোদের এই অনির্বাণ।
রেখে গেছে স্তরে স্তরে বন্ধুবান্ধব পরিজন, 
শোকার্ত সবাই, মা বাবা আত্মীয় স্বজন পরিজন।
জীবনের মাত্র বাইশ বৎসরে দিয়েছিলে পা, 
নিমেষেই ফেলেছি হারিয়ে আর কি পাব না ? 
যতই করি না কেন সাধন পূজন ভজন, 
শত আরাধনায়ও পাব না মোদের অমূল্য রতন।
তার স্মৃতি স্মরণে মোদের ফেটে যায় বুক, 
কিছুতেই পারছি না ভুলতে মনের দুঃখ। 
এই অসহ্য মনোব্যথায় অন্তরেই হচ্ছে যুদ্ধ, 
নিদারুণ কষ্টে মোদের হয়ে গেছে বাকরুদ্ধ।
স্বজন পরিজনও পারছেন না ভুলতে স্মৃতি,
পাঠরত সময়েও নানা কর্মমাঝে রেখে গেছে বহুস্মৃতি। 
ভুলতে চাই ব্যথা, হারানো মানিক চাই পেতে, 
ফিরে এসো মায়ের কোলে, আদর চুমু খেতে।
বাবা আছেন বসে, ছেলে আসার অপেক্ষায়,
কখন আসবে ফিরে, আছেন সেই প্রতিক্ষায়।
পূর্ণ কর মনোবাসনা ফিরে এসো কোলে, 
তোমায় পেয়ে যেন মা বাবা পূর্বস্মৃতি ভুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন