দমকা হাওয়া

🖋পান্থ দাস

কথাটা সেই বিকেলের, যখন মৃদু হাওয়ায় মনটা ডানা মেলতো ৷ যখন শান্ত মেঘে মনটা, কানে আলতো ভাবে গান গেয়ে যেতো ৷ বৈশাখী হাওয়ার ছোট্ট ছোট্ট ঢেউ যেন নরম গালে চুমো দিয়ে যেতো ৷ ঠিক সেই বিকেলের কথা ৷ 

ভাসতে খুব ইচ্ছে হয় ভাঙা নদীর সেই স্রোতে, কলকলে স্রোতের শব্দে নিজেকে স্বপে দিতে মন যেন চায় ৷ কিন্তু যখনই আগমন হয় সেই দৈত্য রূপি কালবৈশাখীর, তছনছ করে যায় মনের সকল আকাঙ্খাকে ৷ গুড়িয়ে দিয়ে যায় যে সকল ভাবনাকে ৷ ক্ষণিকের মধ্যে সব ইচ্ছের পতন ঘটে, রক্তিম প্রহরে একাকীই ভেসে বেড়াই নতুন দিগন্তে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন