প্রিয় বন্ধু মানে কী শুধুই জীবনসঙ্গী ?

🖋পার্থজিৎ  ভৌমিক

কে বলেছে?
প্রিয় বন্ধু মানে জীবনসঙ্গীই হবে..
বন্ধু মানে আত্মার বন্ধন তৈরি হবে যবে।
দিনের শেষে একটা ফোন যাবেই বন্ধুর তরে,
কিরে তুই খেয়েছিস তো, ফিরেছিস্ তো ঘরে?

কে বলেছে ?
প্রিয় বন্ধু মানে জীবনসঙ্গীই হবে..
জীবনসঙ্গী ছাড়াও বন্ধু তখনই রবে।
স্বার্থ ছাড়া তোমার জন‍্য অধিকার দেখাবে যে,
বোঝবে তুমি ভিড়ের  মাঝেও বন্ধু তোমার সে।

কে বলেছে ?
প্রিয় বন্ধু মানে শুধুই জীবনসঙ্গী 
বন্ধু হবে সেই, যার থাকবে না মিথ্যে ভঙ্গি।
রাগ অভিমান বাড়বে যতো সম্পর্ক দৃঢ় হবে ততো।

কে বলেছে ?
প্রিয় বন্ধু শুধু জীবনসঙ্গীই হয়..
বন্ধুত্ব আর অর্ধাঙ্গীনীর তফাৎ বোঝতে হয়।
জীবনসঙ্গীর সাথে একটা প্রিয় বন্ধু থাকা চাই,
যার সাথে অল্প খাবার ভাগাভাগি করে খাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন