কালবৈশাখী

🖋রেহানা বেগম হেনা

কালবৈশাখী তুমি এসো ভয়ঙ্কর ধ্বংসাত্মক রূপ ধারণ করে,
তুমি এসো ,আমফান ,যশ এর গতিকেও পেছনে ফেলে, প্রলয়ঙ্করী, বিনাশকারী হয়ে।
তুমি সব কিছু ভেঙ্গে তছনছ করে দাও-
আমার দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম।
গুড়িয়ে দাও, চূর্ণবিচূর্ণ করে দাও, ভাসিয়ে নিয়ে যাও-
দেশের যতো নোংরা ধর্মের ভেদাভেদ, হিংসা, ঘৃণা, বিদ্বেষ।
ধূলিসাৎ করে দাও মৌলবাদের ভিত, দেশের যতো ভ্রষ্টাচার , দুর্নীতি,অন্যায় অবিচার।
ভাসিয়ে নিয়ে যাও- নারী বিদ্বেষ, মানুষ রূপী ধর্ষক।
ঝড়ের বেগে বয়ে এনো পুরুষে নারীতে সমতা, সমানাধিকার, মানবতা, মানুষে মানুষে ভ্রাতৃত্ব বোধ।
তোমার ঝড়ের তাণ্ডবের ছোঁয়া যেন লাগে সব মানুষের গায়।
স্কুল কলেজ থেকে অফিস আদালত,
শিক্ষিত থেকে অশিক্ষিত, ধনী গরীব, কৃষক শ্রমিক, মেহনতি দিনমজুরের মস্তিষ্ক ছোঁয়ে যাক তোমার পরশ।
কালবৈশাখী তোমার ঝড়ের প্রথম তাণ্ডবে, প্রথম বিদ্যুৎ চমকে, বৃষ্টির প্রথম ফোঁটায় যেন এদেশের মানুষের মস্তিষ্কে নতুন চেতনার কুঁড়ি ফোটে।
সমস্ত কুসংস্কার তুমি ধোয়ে মুছে পরিষ্কার করে দাও।
বিজ্ঞান মনষ্ক হয়ে উঠুক তোমার শীতল হাওয়ার দোলায়।
ক্ষতি করো না তুমি কৃষকের ফসলের মাঠ, 
কেড়ে নিও না স্বজন, 
ভেঙ্গে দিও না গরীব, মেহনতি, বস্তিবাসীদের সুখের গৃহখানি ।
অক্ষত রেখো আমার দেশের সকল মানুষের সুন্দর হৃদয়খানি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন