বিশ্ব প্রবীণ-দিবস


🖋মাথুর দাস


বিশ্ব দিবসে নিঃস্ব প্রবীণ

ও বীণ বাজে সুরে করুণ,

সুদ কমে আর ওষুধ বাড়ে

স্তিমিত-প্রায় দূরে অরুণ ।



ডালপালাগুলি দূরে দূরে

আর ঝালপালা হয় কান,

দৃষ্টি শ্রবণ বিকল-প্রবণ

হয় শ্বাসবায়ু আনচান ।



দিনগুলি যায় কালক্ষেপে

মেপে মেপে তার ক্ষীণ পায়,

ইতি হয়ে সব স্মৃতিগুলিও

বিশ্ব দিবসে নিঃস্ব যে হায় !



নিঃস্ব কি সে সর্ব দিকে,

খর্ব কি হয় সব স্মৃতি ?

খানিকটুকু হলেও ফিকে

মনের মধ্যে জেগে প্রীতি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন