ভ্রম

🖋 টিটু বনিক

কি সুখ পেলে জীবনে ভালোবেসে,
পেরেছো সব বিষাদ থেকে মুক্ত হতে,
সন্ন‍্যাশির সদৃশ‍্য সবকিছু ত‍্যাগ করতে পারলে,
গোলাপের মত ফুটতে পেরেছো,
সূর্যের মত আঁধার কাটিয়ে দিতে পারো,
নিশিতে চাঁদের মত জ‍্যোৎস্না হয়ে উদয় হতে পারো,
পাখিদের সদৃশ‍্য উড়েছ কোনোদিন,
শিশুসুলভ আবার হতে পারলে, 
তুমি পারোনি।
তুমি শুধু পেরেছো প্রাচীরে দাগ কাটতে,
আর খরা হয়ে সবুজকে ছিনিয়ে নিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন