প্রেম


               ✍️ প্রতিমা দেববর্মা 

 কে গো তুমি অপরূপা,রূপসী সুন্দরী
 চোখ দুটি টানা টানা যেন মনোহারি।
 বন্ধু আমার হবে নাকি, এসো একটু আলাপ করি
 করোনা আর বাহানা, ওগো দিও না আর আড়ি।
 আমি চাই তুমি আমারি প্রেমে পড়ো, মন প্রাণ উজাড় করে ভালোবেসে সতেজ  কর।
 পদ্মকলির ফুটেছে ফুল, হৃদয় সরোবরে
 দুজনে মিলে কাটব সাঁতার প্রেম নিবেদনের তরে।
 মন, আশা, বাসার সম্মিলিত রুপই হলো ভালোবাসা
 হাসি কান্না, দুঃখ, বেদনায় সৃষ্টি হয় নিরাশা। ভালোলাগা থেকে প্রেম, ভালোবাসা, প্রীতির  উৎপত্তি হয়
 ছোটা ছুটি র নেশা কেটে গিয়ে, ভালোবাসা অটুট  রয়।
 মানুষকে বাঁচিয়ে রাখে যেমন নিঃশ্বাস  ।ভালোবাসাকে টিকিয়ে রাখে তেমন বিশ্বাস।
 যে ভালোবাসা আমাকে সারা জগৎ ভুলিয়ে দেবে
 সারাক্ষণ তুমি শুধু আমাকে ভালবাসতে ব্যস্ত থাকবে।
 সত্যি বন্ধু হয়ে তুমি থাকবে আমার সাথে
 চিরদিন থেকো পাশে,হাত রেখো হাতে।
 আকাশে চন্দ্র,সূর্য থাকবে যতদিন দুজনার মধুর মিলনে র  প্রেমের স্মৃতি থাকবে ততদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন