🖋মৌসুমী গোয়ালা
জীবনের স্রোত বয়ে চলে নগর সভ্যতায়,
অন্ধকার করে তোলে ভয়ার্ত,
হায়নার মত হেঁটে আসে মৃত্যু,
নাগরিক, রাত্রির বুকে দাঁড়িয়ে।
প্রতিদিনের নিয়ন বাতি জ্বলে ওঠে,
গোধূলি হারিয়ে যায় তমসায়,
অলি-গলি সড়ক বিবর্ণ নিশ্চুপ,
বোবা যন্ত্রনায় গুমরায় তারারা।
জীবিকার দুঃসহ পৌনঃপুনিকতায় ঘেরা প্রান,
এক প্রহেলিকাময় ধাঁধার মত,
দূরারোগ্য ব্যাধির চলমান মৃত্যুর স্রোতে,
অনুষঙ্গী হয়ে বাঁচে জীবন ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন