বাঁধবো কুঁড়েঘর

🖋অভিজিৎ দাস

তোমার বুকে ওই যে নদীর চর-
দাওগো জায়গা বাঁধবো কুঁড়েঘর।
এই শহরে দগ্ধ আমি আজ,
স্পর্শে তোমার উঠুক জলোচ্ছ্বাস।
ভাসিয়ে দেবো মনকেমনের তরী,
হারিয়ে যাবো আজকে বহুদূর।
অঙ্গে তোমার ওই যে কাঁকন চুড়ি- 
বাজুক তাতে একটু প্রেমের সুর।
জ‍্যোৎস্না রাতে পাখি ডাকবে যখন,
আমি তখন হারিয়ে যাবো সুখে।
তপ্ত দুপুর পুড়াবে আমায় যখন-
তুমি তখন জড়িয়ে নিয়ো বুকে।
হাত ছুঁয়াবো তোমার অধর মাঝে,
বাঁধবো প্রেমে তোমার আঁখিডোর।
একটু জায়গা তোমার বুকের পাশে-
দাওগো আমায় বাঁধবো কুঁড়েঘর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন