তুমি হইও আমার কৃষ্ণ

🖋সুজন দেবনাথ

তুমি হইও আমার কৃষ্ণ বন্ধু 
আমি তোমার সুদাম সখা,
এ প্রেম যেন রহে চিরদিন 
চির অমর কাব্যে মাখা।

আসুক যতো ঝড়ের তান্ডব 
কালবৈশাখীর খেলা,
বন্ধু তুমি অন্তরেই থেকো 
ফুরাবে না প্রেম লীলা।

সুখেতে তুমি যেওনা ভুলে 
আমার দুঃখের গান,
পাশে থেকো তুমি ওগো প্রিয় 
আমার হৃদয় অন্তঃপ্রাণ।
 
এতো ভালোবাসিনি কাউকে 
কারো হইনি এতো প্রিয়,
আজ যেন তুমি আমার কাছে 
বড্ড বেশি অতুলনীয়।

পেয়েছি যখন হারাতে চাইনা
হতে চাই প্রেমে অমর,
ছেড়োনা বন্ধু এই দুটি হাত
আসুক না যতো ঝড়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন