প্রেমের পরশ


✍️ কলমে -মনচলি চক্রবর্তী 

এসেছে মধুর  বর্ষণ
হৃদয়ে লেগেছে আজ
প্রেমের  আগুন।
 অন্তরে  জ্বালা 
সবার আড়ালে 
চোখ জলে ভরা।
বর্ষণ মুখর দিনে
মন পাখি অজান্তে,
 প্রেমের সাথি শুধু খুঁজে  
ভালোবাসার পরশ মাখতে।

একটি মন্তব্য পোস্ট করুন