✍️ বিপ্লব গোস্বামী
আমিও এখন মিথ্যা বলি
আমিও এখন এরিয়ে চলি।
মিথ্যা বলি মায়ের কাছে
এরিয়ে চলি মায়ের সাথে।
মা যখন বলেন কেমন আছিস
তখন আমি মিথ্যা বলি,
যখন সত্য জানতে জেদ করেন
তখনই এরিয়ে চলি।
নানান কথায় মাকে ছলি
কথায় কথায় মিথ্যা বলি।
মাকে বলি আমি খুব ভালো
হাসি দিয়ে ঢাকি দুঃখ কালো।
বাস্তবে আমি একটুও ভালো নেই
শুধু ভালো থাকার অভিনয় করে
বুক ভরা কষ্ট চাপা দিয়ে বেঁচে আছি তবু রোজ মিথ্যা বলে মাকে শান্তি দেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন