শ্রাবণী (১)

✍️ চন্দন পাল

শ্রাবণী,,,, 
তোকে আমি আগেও ভালবাসতাম।

তোর রূপ রস অনেক দেখেছি।
কতবার মাথায় শুকনো জামাখানি বেঁধে  বুক জল পেরিয়েছি  ! 

কখনো পিছলা পুকুর পাড়, ভাঙা জমির ধার,  কখনো বা কানা বাঁশের সাকো। 

তুই যে নিচু রাস্তায় অনেক জল ঢেলে  রাখিস ।
তোর বুক ছুঁয়ে ছুঁয়ে যখন পেরিয়ে যাই,
সারা শরীরে অচেনা ঢেউ খেলে যায়!
 
সেদিন চাঁদমুখি গায়েন বাবু,  টিভিতে বলছিলঃ 
তুই নাকি, মনসা,  বেহুলা, চাঁদ সদাগর  সবতাতেই মাখামাখি।

 বুঝি ! 
তোর অনেক গন্ধ বর্ণও আছে ।
 এক সূতোয় বেঁধে রাখিস বাংলার  মাঠ-ঘাট, পেঁক-কাদা, রোয়া, চাষী আর আশা-ভরসা।
তাই বুঝি তোকে আরও ভালবাসতে ইচ্ছে হয়।

 সেবার যখন ওগাঁয়ের মরা ঘর গুলির সাথে আদরের বাছুরগুলি ভাসিয়েছিলি ! 

পেট ফোলা, মরা,
গরু ছাগলগুলি দেখতে ভাল লাগছিল না রে।

তুই শুধু,  ক্ষেত খাল বিল ভরা রাখিস। 

দেখবি, 
নাঙল আর কলমের হাসিখুশির সংসার।
আর সন্ধ্যায় তুলসী তলায় 
পিদিমের আলোয় সব বাড়ির শ্রাবণীর মুখ। 

   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন