মানুষ

 
   ✍️ রূপালী রায় 

আমি মানুষের ভিরে 
মানুষ হারিয়েছি কত 
খোঁজে পাই না আর ।
আমি আর খোঁজে পাই না । 
এলো চুলে ঢাকা দখিন মেরুর হাওয়া 
আমার অনেক কিছুই
উড়িয়ে নিয়ে গেছে 
আমি আর কেন খোঁজে তা পাই না । 
ভুল স্টেশনে দাঁড়িয়ে আছি 
ফিরতে ফিরতে অনেক রাত ।
যে কালো রঙ ঠিকানা হারায় 
তারে কি গো আর খোঁজে পাওয়া যায় ?
আমি মানুষের ভিরে 
মানুষ  হারিয়েছি কত 
খোঁজে পাই না আর 
খোঁজে পাই না । 
সকাল পেরিয়ে দুপুরে গরিয়ে যেতে চলেছে 
মানুষের সন্ধান আর পেলাম না । 
কেন হারাতে থাকে মানুষ 
মানুষের মাঝে থেকে 
কেন খোঁজে পাই না 
সেই মানুষ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন