✍️ দীপক রঞ্জন কর
----------
তোমায় পাবার পর
ছেড়ে যেতে ইচ্ছে নেই
তোমার এই শহর।
অলিগলি চিনে গেছি সব
রেস্তোরাঁ,আর চা ঘর
নেই হারাবার ডর।
বিকালে রোজ কথা বলে
সৈকতের বালু চর,
চায়ের কাপে তুলি ঝড়।
তোমায় পাবার পর
ছেড়ে যেতে ইচ্ছে নেই
তোমার এই শহর ।
সন্ধ্যায় রোজ ডাকে আমায়
সেই পার্ক,নীল সরোবর ,
তোমার এই শহর ।
শহর আপন করে নিয়েছে
দিব্যি কেটে যায় প্রহর
তোমায় দেখার পর ।
ফাগুনে হৃদয়ে ধ্বনিত হয়
শুকনো পাতার মর্মর
তোমায় পাবার পর।
আষাঢ় শ্রাবণে মনে ভাবি
আছি এক ছাতার ভেতর
তোমায় পাবার পর।
আমি বাঁধি ঘর স্বপ্নে রাতভর
ছেড়ে যেতে ইচ্ছে নেই
তোমার এই শহর।
0 মন্তব্যসমূহ