✍️ অভিজিৎ সরকার
শত ব্যস্ততার মধ্যে শুধু তোমায় খুজে বেড়ায়।
কি জানি একটা অদ্ভুত চাঞ্চল্য মন জুড়ে।
শুধু তুমাকে খুজে বেড়ায়।
খুব কষ্টে দিন টা কাটে, আর রাত অশ্রুতে।
মুখ ফুটে বলতে পারি না কাওকে।
শুধু তুমিই আমার হৃদয় জুড়ে।
নিতে পারবে না কেউ এ জায়গা।
শুধু তুমাকে ঘিরে আমার জগৎ।
জানি না কি কমতি ছিল।
আমার এই চাওয়াতে।
শুধু এইটা ঐ পারলাম না, তুমার ওই মনে একটু জায়গা করতে।
শুধু এই টুকু বলব ভালো থেকো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন