প্রেম পর্ব


✍️ অগ্রদীপ দত্ত

প্রেম সবার কাছে মায়ার মতো,
 প্রিয়জনের জন্য অন্তরে অবেগ শত।
প্রেম কল্পনা ভাবে যুগল ভাবিত,
কারোর প্রেম অন্তরে লুকায়িত,
কেউবা প্রেম পর্বে মুখরিত৷
চায় প্রেমের বাঁধনে বন্ধি থাকিত,
 প্রেম যে কখনো হয়না সীমিত৷
দেখিবারে আঁখি পাঁখি ন্যায় ধায়,
প্রেম সম্পর্কে যুগল পেলবতা পায়।
নানা স্বপ্নের সাজে সজ্জিত,
হৃদে প্রেম গান হয় গীত।
যুগলের প্রেম এক মিষ্ট বন্ধন,
মনে হয় দু হৃদে একই স্পন্দন।
আশায় থাকে যুগল,কবে হবে বিয়ে,
সংসার করবে সমাজকে স্বীকৃতি দিয়ে।
বিয়ের আশাটা আশা থেকে যায়,
আবার কারোর ভালোবাসা পূর্ণতা পায়।

একটি মন্তব্য পোস্ট করুন