✍️ ডাঃ রূপক পোদ্দার
-------------------------------------------
অবুঝ শিশু হামা গুড়ি দিতে লাগলো বাবা মায়ের লাশের উপর। উদাস দাওয়ায় বসে আছে তাঁর চোখের নিচে অপরাহ্ণের দুর্বল আলোর ঝিলিক আর বাতাসে নড়ছে চুলগুলো। তোমার জন্যে এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। তোমার জন্য হাড্ডি সার মাংস হীনএক অনাথ কিশোরী শূন্য থালা হাতে নিয়ে বসে আছে পথের ধারে। তোমার জন্য সেই কৃষক ও মেঘনা নদীর মাঝি যার ফুসফুস এখন পোকার দখলে আর সেই রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুড়ে বেড়াচ্ছে। সেই তেজস্বিনী তরুণ যার পদভারে নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিকে দিকে এই পৃথিবীতে তোমাকে স্বাধীনতা যে আসতেই হলো সবকিছু ত্যাগ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন