✍️ শুভ্রা দেব
স্নেহা আর রৌণক ফেসবুকে আলাপ। তারপর ধীরে ধীরে ফোনে কথোপকথন চলে। সম্পর্কে আসে দৃঢ়তা। স্নেহা খুব ভালোবাসতো রৌণককে। এক মূহুর্ত্তের জন্য কথা না বলে থাকতে পারতোনা। সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্নেহা প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়, রৌণককে বাড়িতেও নিয়ে আসে।কিন্তু রৌণক নিজের রোজগারের পন্থা না থাকায় সম্পর্ক থেকে অনায়াসে বেড়িয়ে আসে। কিন্তু স্নেহা মনের দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়ে। রৌণকের সাথে কাটানো মূহুর্তগুলো বারবার মনে ভেসে আসে।
আজ স্নেহা বিবাহিত, দুই সন্তানের জননী। রৌণককে ফেসবুকে ব্লকলিস্টে রেখেছে,কিন্তু রৌণক আজও স্নেহার মনের কোণে বাসা বেঁধে আছে। মনের দরজায় রৌণককে ব্লক করতে পারেনি স্নেহা। ব্যর্থ প্রেমের যন্ত্রণায় স্নেহা আজও ছটফট করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন