একটুখানি নির্জনতার খোঁজে
কতো পাহাড় ,গুহা , মরু প্রান্তর
দিয়েছি পাড়ি-
কোথাও পাইনি দেখা।
খুঁজেছি অজন্তা ইলোরা
গেছি গোবি সাহারায়
কতো সৈকত , বেলাভূমির -
বুকে কাটিয়েছি একা।
কতো দুর্গম পথঘাটে
হেঁটেছি দিবা নিশি,
একটুখানি নির্জনতার খোঁজে-
লোকালয় ছেড়ে বহুদূরে।
সব খুঁজে খুঁজে
তোমারই বুকে এসে
নিশ্চিন্তে মাথা গুঁজে
পেয়েছি স্বস্তির নির্জনতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন